বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২, ১৫:০৬

জাতীয় যুবদিবসে র্যালী ও যুব সমাবেশ-২০২২ অনুষ্ঠানে

প্রশিক্ষণের মধ্যেই সফল আত্মকর্মী হওয়া যায় - জেলা প্রশাসক কামরুল হাসান

হাছান খান মিসু
প্রশিক্ষণের মধ্যেই সফল আত্মকর্মী হওয়া যায় - জেলা প্রশাসক কামরুল হাসান

আমাদের সবাইকেই উদ্যমীদেরকে স্বপ্ন দেখাতে হবে, যুব সমাজের নের্তৃত্বেই দেশ এগিয়ে যাবে, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুব সমাজের প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যই নিজেকে একজন সফল আত্মকর্মী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়। কথাগুলো বলছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি মঙ্গলবার যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে একথাগুলো বলেন। তিনি আরও বলেন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করেই স্বাবলম্বীর পথে হাটতে হবে। প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে চলবেনা, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিলে বিভিন্ন ব্যাংক সহজ সর্তে ঋন নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন স্বাধীনতার যুদ্ধকালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত সকল ক্রান্তিকালে যুবকরাই এগিয়ে এসেছে, নের্তৃত্ব দিয়েছে। দক্ষতা যুবকদের, এগিয়ে যাবে দেশ। উন্নত বাংলাদেশ গড়ার জন্য যুবকদেরকেই নের্তৃত্ব দিতে হবে। এবছর যুব দিবসের প্রতিপাদ্য বিষয় প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এ শ্লোগানে চাঁদপুরে জাতীয় যুবদিবস ২০২২ উপলক্ষে যুব সমাবেশ ও যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১ নভেম্বর সকাল ১১ টায় যুব ভবনের সামনে থেকে র্যালি বের করা হয়।

চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের ডিপিসি কফিল উদ্দিন, সংগঠক সেলিম পাটওয়ারী, আয়শা বেগম মুন্নী, আবদুর রহমান রিজভী, আবু হানিফ প্রমুখ। অনুষ্ঠান শেষে যুব ঋণের চেক বিতরণ, শ্রেষ্ঠ যুব সংগঠকগনকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন প্রশিক্ষণার্থী মোঃ আল আমীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়