বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২, ১৭:৫৬

পৌর নাগরিকদের কর প্রদানের জন্য প্রয়োজনে অনুষ্ঠানের মাধ্যমে তাদের উৎসাহ প্রদান করতে হবে: জেলা প্রশাসক কামরুল হাসান

প্রবীর চক্রবর্তী
পৌর নাগরিকদের কর প্রদানের জন্য প্রয়োজনে অনুষ্ঠানের মাধ্যমে তাদের উৎসাহ প্রদান করতে হবে: জেলা প্রশাসক কামরুল হাসান

সোমবার (৩১ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ পৌরসভা রুটিন পরিদর্শনকালে জনপ্রতিনিধি, কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে চাঁদপুর জেলা প্রশাসক মো: কামরুল হাসান বলেছেন, পৌর নাগরিকদের কর প্রদানের জন্য প্রয়োজনে অনুষ্ঠানের মাধ্যমে তাদের উৎসাহ প্রদান করতে হবে। কারণ করসহ বিভিন্ন রাজস্বের মাধ্যমেই পৌরসভা পরিচালিত হয়।

তিনি বলেন, একটি প্রতিষ্ঠান হিসেবে পৌরসভাকে সর্বদা জবাবদীহিতার আওতায় নিয়ে আসতে হবে। প্রতিটি কর্মকাণ্ডের সুচারু রূপে লিপিবদ্ধ থাকতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে সুষম গতি থাকলে মানুষ উপকৃত হলে তারা সকল কর দিতে এগিয়ে আসবে। জন্মনিবন্ধনকে আরো গতিশীল করতে হবে। নবজাতকদের যাতে দ্রুত জন্মনিবন্ধনের আওতায় নিয়ে আসা সম্ভব হয়, সেই দিকে নজর দিতে হবে। পরিচ্ছন্ন শহর হিসেবে পৌরসভাকে গড়ে তুলতে হবে। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে পৌরসভার জন্য কাজ করি তবে অবশ্যই একজন যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মেয়রের নেতৃত্বে এই পৌরসভাটি প্রথম শ্রেণির অন্যতম শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপ্রধানে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, সহকারি কমিশনার (ভুমি) আজিজুন নাহার, পৌরসভার প্যানের মেয়র আ: মান্নান পরান, নিবার্হী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারি প্রকৌশলী দেলওয়ার হোসেন, কাউন্সিলর জাকির হোসেন গাজী, মোহাম্মদ হোসেসন, জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, জাহিদ হোসেন, আবুল হাসেম, মাজহারুল ইসলাম, সেলিনা আক্তার যুঁথি, খতেজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক পৌরসভায় উপস্থিত হলে তাকে পৌর পরিষদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এদিকে জেলা প্রশাসক পৌরসভা রুটিন পরিদর্শন শেষে ফরিদগঞ্জ থানা, উপজেলা প্রশাসন, ভুমি অফিস পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়