বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২, ২০:০২

চাঁদপুর সফরে নবনিযুক্ত আইজিপি ও পুনাক সভানেত্রী

চাঁদপুর সফরে নবনিযুক্ত  আইজিপি  ও পুনাক সভানেত্রী
অনলাইন ডেস্ক

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম এবং সহধর্মিণী পুনাক সভানেত্রী তৈয়বা নুসরাত জাঁহা চৌধুরী চাঁদপুর জেলায় সফর করেছেন।

২৮ অক্টোবর, শুক্রবার দুপুরে তিনি চাঁদপুর আগমন করেন।

এসময় তাদের ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়ের নেতৃত্বে চাঁদপুর জেলার সুসজ্জিত পুলিশ দল আইজিপিকে গার্ড অব অনার প্রদান করেন।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার) এবং অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম দ্বঁয়কও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অতঃপর আইজিপি মহোদয় মতলব উত্তর থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অত্র থানার পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মানবিকতা, ধৈর্য ও বুদ্ধিমত্তার সহিত অর্পিত দায়িত্ব পালন এবং জনকল্যাণমুখী কাজ করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন আইজিপি।

এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়