প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২, ২২:০৪
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ৩০ ঘন্টা বিদ্যুত ও নেটওয়ার্ক বিহীন বাবুরহাট
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাবুরহাটে সোমবার সকাল থেকে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পর দিন মঙ্গলবার সন্ধা ৬ টা পর্যন্ত বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকে বাবুরহাটে। চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড সহ আশপাশের কয়েকটি ইউনিয়নে বিদ্যুতের এ সমস্যা দেখা দেয়। দীর্ঘ ৩০ ঘন্টা বিদ্যুত বিচ্ছিন্ন থাকায় জনজীবনে মারাত্মক ব্যাঘাত ঘটে।
|আরো খবর
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাবুরহাটে সোমবার সন্ধা থেকে মঙ্গলবার সন্ধা পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক সহ ইন্টারনেট সেবা থাকে। জানা যায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দীর্ঘ সময় বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মোবাইল নেটওয়ার্ক সহ ইন্টারনেট সার্ভিস সেবা বন্ধ হয়ে যায়।
পর দিন মঙ্গলবার সন্ধা ৬ টা পর্যন্ত বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকে বাবুরহাটে। চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড সহ আশপাশের কয়েকটি ইউনিয়নে বিদ্যুতের এ সমস্যা দেখা দেয়। দীর্ঘ ৩০ ঘন্টা বিদ্যুত বিচ্ছিন্ন থাকায় সমস্যার সৃষ্টি হয়।
এসময় এ এলাকায় ব্যাংকি লেনদেন সহ মোবাইল ব্যাংকিং লেনদেনেও মারাত্মক ব্যাঘাত ঘটে। বাবুরহাট এলাকায় দীর্ঘসময় বিদ্যুত না থাকার কারনে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প উপায়ে এসকল সেবা চালু না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন এ এলাকার জনসাধারন।