বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ১১:০৭

নৌ পুলিশের অভিযানে জাল ও নৌকাসহ ১২ জেলে আটক

স্টাফ রিপোর্টার
নৌ পুলিশের অভিযানে জাল ও নৌকাসহ ১২ জেলে আটক

চাঁদপুর পদ্মা মেঘনা নদীতে

মা ইলিশ সংরক্ষণ অভিযানে আরো ১২ জন জেলেকে জাল নৌকাসহ আটক করেছে নৌ থানা পুলিশ।১৮ অক্টোবর দিনভর পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়। এ সময় ২০ লাখ মিটার অবৈধ জালসহ এক‌টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর আলুর বাজার, হ‌রিনা ঘাট, মি‌নি কক্সবাজার, আনন্দবাজার, রাজরা‌জেশ্বর, সফরমালী, বাংলাবাজার এলাকায় নৌ পু‌লি‌শের বেশ ক‌য়েক‌টি দলে বিভক্ত হয়ে অভিযান প‌রিচালনা ক‌রে।নৌ পুলিশ সুপার কামরুজ্জামান জানান, থানা ও ফাঁড়ির অর্ধশতাধিক পুলিশ নিয়ে অভিযানগুলো প‌রিচালনা করা হয়। এ সময় আইন অমান্য করে মাছ ধরতে নদীতে নামা ১২ জেলেকে আটক তাদের ব্যবহ্নত জাল ও এক‌টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হ‌য়। নৌ এসপি বলেন,মা ইলিশ রক্ষায় দিন-রাত ২৪ ঘণ্টাই অভিন চলছে। এদিকে, জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া আটক জেলেদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও পুলিশের নিয়মিত মামলা হবে বলে জানায় নৌ পুলিশ।

অভিযানে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিকদার বেলায়েত হোসেন ও চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান, আলুর বাজার ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়