বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১০ অক্টোবর ২০২২, ১৯:৪৫

হাজীগঞ্জে অস্ত্র ও ট্রাকসহ ২ ডাকাত আটক

হাজীগঞ্জে অস্ত্র ও ট্রাকসহ ২ ডাকাত আটক
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জে অস্ত্র ও ট্রাক নিয়ে ডাকাতির প্রস্ততিতকালে মো. রুমন বেপারী সুমন (৩৫) ও মো. বেলাল হোসেন (৩৫) নামের দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। ২ ডাকাতকে আটককালে ডাকাত দলের আরো অন্তত ৭ ডাকাতসহ অজ্ঞাত ৫/৭ জন পালিয়ে যায়।

সোমবার আটককৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা করেছে পুলিশ। রোববার দিনগত গভীর রাতে উপজেলা হাজীগঞ্জ সদর ইউনিয়নের সাতবাড়িয়া রেল ক্রসিং সংলগ্ন চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চেকপোস্ট এলাকায় পরিচালনাকালে এদেরকে আটক করে।

আটককৃত ডাকাত মো. রুমন বেপারী সুমন জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামের হাজী কমর উদ্দিন বেপারী বাড়ির জাহাঙ্গীর আলম বেপারীর ছেলে। বর্তমানে সে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উপজেলা সদর এলাকায় বসবাস করে। অপর ডাকাত মো. বেলাল হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রফিকপুর বাইন্যা বাড়ির মো. রুহুল আমিনের ছেলে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দের নির্দেশে অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) মোস্তাক আহামদ, উপ-পরিদর্শক মিছবাহুল আলম চৌধুরী, সুফল চন্দ্র সিংহ, সহকারী উপ-পরিদর্শক মো. রেজাউল করিম, ধীমান বড়ুয়া, নাজমুল হাছান, মো. ফয়েজসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে ১ টার কিছুং পরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ সদর ইউনিয়নের সাতবাড়িয়া রেল ক্রসিং এলাকায় চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহজনক একটি পিকআপ গাড়িকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাত দল। পরে পুলিশের বাধায় ডাকাতবাহী পিকআপটি ট্রাক থেকে এশটি ড্রাম ফেলে পুলিশের গাড়িকে আটকে রাখার চেষ্টা করে। এর পরেই পুলিশ ট্রাকটিকে ধাওয়া কওে ২ ডাকাতকে আটক করতে সক্ষম হলে দলের বড় অংশটি পালিয়ে যেতে সমর্থ হয়। এ সময় পুলিশ স্থানীয় ও এলাকাবাসীর উপস্থিতিতে পিকআপ থেকে ১টি লোহা ও তালা কাটার একটি কাটার, ৪ টি ধারালো হাসুয়া (কাঁচি/ছুরি)সহ পিকআপটি জব্দ করে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ এবং পলাতকদের আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহৃত আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়