প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ১৬:০২
শাহরাস্তিতে করোনা আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্য আমেনা বেগমের মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমেনা বেগম (৬৫)। আজ দুপুরে কুমিল্লায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমেনা বেগম করোনা আক্রান্ত হয়ে খিলা বাজার সংলগ্ন নিজ বাড়িতে হোম আইসোলেসনে ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা ৩০ জুলাই শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পূর্বেই তিনি মারা যান। আমেনা বেগমের স্বামী ইমাম আলী বেশ কয়েক বছর আগে মারা যায়। আমেনা বেগম রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের (৩, ৪, ৫) সংরক্ষিত মহিলা সদস্য ছিলেন।