শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ১৬:০৩

মায়ের বুকে শিশুর মৃত্যু?

কামরুজ্জামান টুটুল
মায়ের বুকে শিশুর মৃত্যু?

অন্য সকল দিনের মতো চার মাস বয়সী শিশু কন্যা ইকরা মায়ের বুকের দুধ খেয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়েন রাতে। ইকরার সাথে মা স্বপ্না বেগম শিশুটিকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে মা স্বপ্না বেগম  শিশুটিকে নড়াচড়া করতে না দেখে মা স্বপ্না বেগম ডাকচিৎকার শুরু করলে চারদিক থেকে সবাই ছুটে আসেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শনিবার দিনগত রাতের কোন এক সময় ইকরার নানার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা গ্রামের কালা গাজীর বাড়ির ইসমাঈল হোসেনের ছোট মেয়ে।

শিশুটির দাদা দুলাল হোসেন  জানান, শনিবার বিকালে পারিবারিক কলহ হলে সন্ধ্যায় শিশু ইকরাকে নিয়ে পুত্রবধু স্বপ্না বেগম রাগ করে তার বাবার বাড়িতে চলে যায়।  এরপর রোববার ভোরে  ইকরার মৃত্যুর খবর পান তারা। পরে ইকরার মরদেহ নানার বাড়ি থেকে বাবার বাড়িতে নিয়ে আসেন শিশুটির বাবা ইসমাঈল হোসেন। বিষয়টি জানাজানি হলে মা স্বপ্না বেগমের বিরুদ্ধে শিশু ইকরাকে মেরে ফেলার অভিযোগ উঠে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে শিশুটির বাবার বাড়িতে মানুষের ভীড় জমে। খবর পেয়ে ইকরার মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে শিশুর মা স্বপ্না বেগমের সাথে কথা হলে তিনি জানান, ঘুমের মধ্যেই ইকরা মারা যায়। শিশুটির বাবা ইসমাঈল হোসেন জানান, আমার মেয়ে ঘুমের ঘরে মারা গেছে। কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, শিশু ইকরার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়