প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ২১:১১
দঃ দাসদী মাদ্রাসার রাস্তার সংস্কার কাজ সম্পন্ন
চাঁদপুর সদর উপজেলার পৌর 14 নং ওয়ার্ডের দক্ষিণ দাসদী বোরহানুল উলুম আলিম মাদ্রাসার কাচা রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। চাঁদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপির কাবিখা প্রকল্পের ও চাঁদপুর পৌরসভার আর্থিক সহায়তায় এ সংস্কার কাজ সম্পন্ন হয়।
|আরো খবর
উক্ত রাস্তা সংস্কার কাজের সাথে রাস্তার দুপাশে ২২ মিটার গাইড ওয়াল ও আরসিসি ড্রেনেজ ব্যাবস্থার কাজ করা হয়। উক্ত রাস্তার সংস্কার কাজ ও গাইড ওয়াল এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবদুল কাদের মিয়া সহ ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী ভবু গাজী, ইদ্রিছ মিজি সহ দাসদী ইউনিটের আওয়ামীলীগ নেতাকর্মী গন।
রাস্তাটি সংস্কারে ও আরসিসি ড্রেনেজ ব্যবস্থার কাজ করায় মাদ্রাসা কতৃপক্ষ ও এ রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারন সন্তুষ্ট প্রকাশ করছেন এবং মাননীয় শিক্ষামন্ত্রী ও পৌর মেয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এলাকাবাসী জানান দীর্ঘদিন যাবত রাস্তাটির বিভিন্ন জায়গায় গর্তের কারনে রাস্তা দিয়ে চলাচল করতে মারাত্মক সমস্যার সম্মুখিন হতে হচ্ছিল, এছাড়াও ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনেও প্রতি বছর বর্ষায় রাস্তাটি ভেঙ্গে যেতো। তারা জানায় একাজগুলো করার ফরে দীর্ঘ দিনের সমস্যার সমাধা হবে।