মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ১৮:৪০

৫ দফা জানাজা শেষে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন

কামরুজ্জামান টুটুল
৫ দফা জানাজা শেষে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন

৫ দফা জানাজা শেষে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাসের বিভাগের সাবেক অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মোহন (৭০) দাফন সম্পন্ন হয়েছে। এর আগে গত শুক্রবার দিনগত ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাায় মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহে---রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিক ও হৃদরোগসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে’সহ অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীসহ গুণগ্রাহী রেখে যান।

মরহুমের প্রথম জানাযা ঢাকায়, দ্বিতীয় জানাযা মরহুমের সাবেক কর্মস্থল হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ, তৃতীয় জানাযা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ, চতুর্থ জানাযা উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় মাঠ ও বাদ আসর সর্বশেষ জানাযা মরহুমের নিজ গ্রাম উপজেলার ভাজনাখাল চাঁদপুর গ্রামের চৌধুরী বাড়ির সামনের অনুষ্ঠিত হয়ে পারিবারিক গোরস্থানে চিরনিদ্রায় শাষিত করা হয়েছে।

মরহুম মোজাম্মেল হক চৌধুরী মোহনের জানাযা পূর্বে স্মৃতিচারণ করেন রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জি. মমিনুল হক, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দীন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মুনির চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক নিজাম উদ্দিন রিপন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহম্মদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইমাম হাজী,মনিরুজ্জামান পাটোয়ারী, সাধারণ সম্পাদক আ. রহিম পাটওয়ারী, সাবেক সাধারন সম্পাদক মোল্লা মোহাম্মদ হোসেন মাহমুদ, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, হাজীগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহীক কাজী জুয়েল, যুগ্ন আহবায়ক সামছুল আরেফিন সূর্য্য, আবুল হাসনাত, উপজেলা য্্ুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলাল, যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সুমন, কাজী জসিম, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খোরশেদ আলম ভুট্টো, পৌর য্বুদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক আবু ইউসুফ পাটোয়ারী, সদস্য সচিব দীন ইসলাম টগর প্রমূখ।

এদিকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ অব্যাহতভারে রয়েছে। শোক প্রকাশ করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনূল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল মান্নান খাাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় কমটির সদস্য সচিব মাওলানা আলহাজ¦ নজরুল ইসলাম তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপির যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সর্বস্তারের নেতাকর্মীগন।

খোঁজ নিয়ে জানা যায়, অধ্যপক মোজাম্মেল হক চৌধুরী মোহন প্রকাশ্যে মোহন স্যার জীবনদশায় হাজীগঞ্জ ডিগ্রী কলেজে শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। কর্মজীবন শেষ করে তিনি বিএনপি‘র রাজনীতিতে সক্রিয় হয়ে উপজেলা বিএনপির সভাপতি পদে অধিষ্ঠিত হন। চাঁদপুর ৫ নির্বাচনি এলাকার বিএনপির সমন্ময়ক ও কেন্দ্রীয় বিএনটির কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিঃ মমিনূল হকের সমর্থিত সদ্য প্রয়াত মোজাম্মেল হক চৌধুরী মোহন প্রায় দুই বছর ধরে উপজেলা বিএনপির সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়