মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ১৩:৫৬

জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে

মাওঃ আবু ইউসুফ খানের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃ আবদুর রহমান গাজী
মাওঃ আবু ইউসুফ খানের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী গ্রামের ঈমানিয়া জামে মসজিদের ইমাম মাওঃ আবু ইউসুফ খানের উপর অতর্কিত হামলাকারীদের শাস্তির দাবিতে জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ৩১ জুলাই সকাল ১১টায় পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে গোর-এ-গরীবা কমপ্লেক্সের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হামলাকারীরা হলেন ওই মসজিদের মুসল্লি মজিবুর রহমান দুলাল মৃধা ও তার পুত্র মেহেদী হাসান।

জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ ওবাইদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুরানবাজার জামে মসজিদের সাবেক খতিব মুফতি শাহাদাত হোসেন কাসেমী, হাফেজ মাওঃ আব্দুর রশিদ, বিষ্ণুদী বাইতুস সালাত ঢালী মসজিদের ইমাম মাওঃ মোঃ জয়নাল আবেদীন, জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মাওঃ তারেক হাসান ও সদস্য হাফেজ মাওঃ আশেক এলাহী, ঈমানিয়া জামে মসজিদ কমিটির উপদেষ্টা এম এ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

বিষ্ণুদী জিটি রোডস্থ আল-আমিন জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ নূরে আলমের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন রালদিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ হাবিবুর রহমান। মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আব্দুল্লাহ । মানববন্ধনে অংশ নেন চাঁদপুর শহরের বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ বিষ্ণুদী গ্রামের এলাকাবাসী ও মসজিদের মুসল্লিগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আলেম, মসজিদের ইমাম। আমরা মানুষকে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করি। আমরা কারা সাথে হানা-হানি, ঝগড়াঝাঁটি পছন্দ করি না। আমরা শান্তি প্রিয় মানুষ। তাঁরা আরো বলেন, একজন নিরপরাধ ইমামের উপর অতর্কিত হামলা বরদাস্ত করা যায় না। আমরা এ হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। উল্লেখ্য, গত ২৫ জুলাই চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী গ্রামের ঈমানিয়া জামে মসজিদের ইমাম মাওঃ আবু ইউসুফ খানের উপর ওই মসজিদের মুসল্লি মজিবুর রহমান দুলাল মৃধা ও তার ছেলে মেহেদী হাসান অতর্কিত হামলা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়