মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১০ জুলাই ২০২২, ২০:৪২

গ্রামে কোরবানি না দেয়া সব পরিবার সমবন্টনে মাংস পায়

কামরুজ্জামান টুটুল
গ্রামে কোরবানি না দেয়া সব পরিবার সমবন্টনে মাংস পায়

আস্ত গরু কোরবানি দেবার পর সেই গরুর মাংসকে সমান তিন ভাগে ভাগ করা হয়। এক ভাগ জমা রাখা হয় বাকী দুই ভাগ যারা কোরবানি দেয় তারা নিজেরা ভাগ করে নেয়। এভাবে গ্রামে যত গরু জবেহ করা হয় তার তিন ভাগের এক ভাগ আলাদা করে ফেলা হয়। এক গরুর এক ভাগ করে জমানো সকল মাংস গ্রামের নির্দিষ্ট স্থানে একত্র করে জমানো হয়। গ্রামের যারা কোরবানি দেয়না জমানো সেই মাংস সেই সকল পরিবারগুলোর মাঝে সমবন্টন করে দেয়া হয়। এমন ভাবে সমবন্টন করা হয় যা থেকে একটি পরিবার বাদ যায় না। এই নিয়মটি পুরো গ্রামে চলে আসছে ১৯৪১ সাল থেকে। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের। যা থেকে ব্যতিক্রম ঘটেনি রোববার (১০ জুলাই) পালিত হওয়া ঈদে ।

জানা যায় হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় আদর্শ সমাজ (পঞ্চায়েত) ব্যবস্থা অসহায় মানুষের ঘরে ঘরে কোরবানির মাংস পৌঁছে দেয়া হয়। যার ধারাবাহিকতায় রোববার (১০ জুলাই) সহস্রাধিক পরিবারের মাঝে জনপ্রতি প্রায় ৩ কেজি করে মাংস প্রদান করা হয়েছে। ১৯৪১ সাল থেকে টোরাগড় গ্রামে দুটি সমাজ ব্যবস্থার মাধ্যমে কোরবানির মাংস বিতরণ করা হয়ে আসছে। পরবর্তীতে কালের বিবর্তনে গ্রামের লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে চারটি সমাজ ব্যবস্থার মাধ্যমে কোরবানির মাংস বিতরণ করা হয়ে থাকে।

এর মধ্যে অন্যতম টোরাগড় আদর্শ সমাজ ব্যবস্থা। ১৯৪১ সাল থেকে এই সমাজ ব্যবস্থার মাধ্যমে কোরবানির মাংস প্রদান করা হয়ে থাকে। এছাড়াও সমাজ ব্যবস্থার বাহিরে এবং যারা সমাজ ব্যবস্থার সাথে সম্পৃক্ত নয়, তারা ব্যক্তিগত ও পারিবারিকভাবে নিজ নিজ উদ্যোগে কোরবানির মাংস মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন।

স্থানীয় বাসিন্ধা সংবাদকর্মী হাবিব উল্ল্যাহ জানান, লোপ্তে আলী মিজির নেতৃত্ব আব্দুল হক মৃধা, আলী উল্যাহ মৃধা, সুলতান সর্দার, নূর খাঁ ও ইদ্রিস মজুমদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সমাজ ব্যবস্থা চালু করেন। যা কোনো ধরনের সমালোচনা ছাড়াই বর্তমান সময় পর্যন্ত চলমান রয়েছে।

সমাজ ব্যবস্থার বর্তমান অন্যতম সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম খাঁন জানান, আমি আশির দশক থেকে এ সমাজ ব্যবস্থার সাথে জড়িত। তখনকার সময় ১২টি গরু দিয়ে শুরু। লোক সংখ্যা বৃদ্ধির কারণে এখন এই সমাজ ব্যবস্থা তিন ভাগ হয়েছে। প্রতিটি সমাজেই সমবন্টনের মাধ্যামে মাংস বিতরণ করা হয়।বর্তমানে টোরাগড় আদর্শ সমাজ ব্যবস্থায় ৬০ থেকে ৭০টি গরুর তিন ভাগের এক ভাগ সমাজে আসে। যারা কোরবানি দিতে না পারে, সমাজ ব্যবস্থার মাধ্যমে সমবণ্টন করে তাদের মাঝে কোরবানির মাংস দেয়া হয়ে থাকে।

বর্তমানে যারা এ সমাজ ব্যবস্থার সাথে যারা জড়িত তাদের মধ্যে অন্যতম হলেন, আনোয়ার হোসেন বতু, দুলাল মিজি, শাহজাহান তালুকদার, আবুল হাসেম ভুইয়া, জামাল মিজি, দেলোয়ার মিজি, মান্নান মৃধা, দেলোয়ার হোসেন (মোমবাতি), আকবর মৃধা, এনায়েত উল্যাহ, শহিদ মৃধা, শহীদুল ইসলাম, হাবীব উল্যাহ্, মনির খন্দকারসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়