শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১০ জুলাই ২০২২, ১৫:১৬

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরেও উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

চাঁদপুরকণ্ঠ রিপোর্ট
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরেও উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

সারাদেশের ন্যায় চাঁদপুরেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

রবিবার (১০ জুলাই) চাঁদপুরের সর্বত্র সর্বশক্তিমান আল্লাহর কাছে সার্বিক কল্যাণ কামনা এবং পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপিত হয়।

এদিন সকালে প্রথম ঈদুল আযহার নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ আদায়ের পরেই এদিনের প্রধান অনুষঙ্গ আল্লাহর রাহে পশু কোরবানির কাজে ব্যস্ত হয়ে পড়েন ধর্মপ্রাণ মুসলিমরা। তারপর জনে-জনে সৌহার্দ্য-সম্প্রীতি আর ঈদ-শুভেচ্ছা বিনিময় করেন সকলে। এজন্য অনেকেই বেড়াতে যাবেন আত্মীয়-স্বজনদের বাড়িতে।

চাঁদপুর পৌর ঈদগা মাঠ চাঁদপুর স্টেডিয়াম পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠসহ অন্যান্য স্থানে ঈদের প্রধান প্রধান নামাজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কামরুল হাসান পৌর ঈদগা মাঠে, বাবুরহাট পুলিশ লাইনে পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার, চাঁদপুর স্টেডিয়ামে জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন।

এছাড়া চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওসমান গণি পাটোয়ারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহাবুদ্দিন অনু সহ চাঁদপুরের বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তাগণ,জনপ্রতিনিধি এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লী একসাথে জামাতে ঈদের নামাজ আদায় করেন।

রৌদ্রজ্জ্বল পরিবেশে সুন্দরভাবে মাঠে ময়দানে ঈদের নামাজ আদায় করতে পেরে মুসল্লিরা খুবই খুশি হয়েছে।

নামাজ শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়