মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৯ জুলাই ২০২২, ২২:৪৯

ভাই কত নিলো?

রাসেল হাসান
ভাই কত নিলো?

আজ কোরবানীর শেষ হাঁট। পশুর হাঁটের শেষ বাজার মানেই 'হয় লাক, নয় ফাঁক'। অর্থাৎ হয় দাম বাড়বে, নয় কমবে। যদিও চাঁদপুরের কিছু কিছু বাজারে গরু কম থাকায়, দাম বেশি বলে লোকমুখে শোনা যাচ্ছে।

অনেক ক্রেতাই গরু কেনার কাজ শেষ করেছেন গত কয়েক দিনে বিভিন্ন বাজার হেঁটে। কেউ গরু কিনেছেন খামার থেকে। আজ ৯ জুলাই শনিবার যারা গরু কিনতে হাঁটে এসেছেন তারা যে কোন মূল্যে গরু কিনে বাড়ি ফিরবেন এমন সিদ্ধান্ত নিয়েই ঘর থেকে বের হয়েছেন।

শেষ মূহুর্তে যে বা যারাই গরু নিয়ে বাড়ি ফিরছেন তাদের উদ্দেশ্য করে রাস্তার দু'পাশে উৎসুক জনতার একটাই প্রশ্ন- 'ভাই কত নিলো?' ক্রেতারা গরু নিয়ে স্বস্তির ঢেকুর গিলে বাড়ি ফিরছেন আর মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছেন। অধিকাংশ গরুই লাখের উপরে।

চাঁদপুর ইচলী চৌরাস্তা থেকে শনিবার বিকেলে লাল রঙের গরু নিয়ে ফেরা এক ক্রেতাকে মানুষ তীরের মত প্রশ্ন ছুড়তে থাকে। ভাই কত নিলো? কত নিলো বলে। ক্রেতাও হাসিমুখে জবাব দিচ্ছেন ১ লাখ ৪৫ হাজার। কিছুদূর যেতেই সাদা রংয়ের আরেকটি গরু যাচ্ছিলো ফরিদগঞ্জের দিকে। উৎসুক পুরুষতো বটেই বোরখা পড়া নারীদেরও প্রশ্ন করতে দেখা যায়, ভাই কত নিলো?

চাঁদপুর কণ্ঠের এই প্রতিবেদক ফরিদগঞ্জ ধানুয়া পৌঁছতেই দেখে একই চিত্র! রাস্তার পাশ ধরে যেই গরুটিই যাচ্ছে মানুষের স্বাভাবিক প্রশ্ন, ভাই কত নিলো? বড় কোন গরু দেখলে চলতি সিএনজি থামিয়ে যাত্রীরা প্রশ্ন করেন, 'এই যে ভাই, কতো নিলে?'

নয়াহাঁট চৌরাস্তা, ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড সর্বত্র গরু দেখা মাত্রই একটাই প্রশ্ন 'ভাই কত নিলো?' সবমিলিয়ে গত কয়েকদিনে সারাদেশে উচ্চারিত সর্বাধিক প্রশ্ন ছিলে 'ভাই কত নিলো?' ঈদু্ল আযহাকে কেন্দ্র করে এমন প্রশ্নটি যদিও ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়