প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ২১:৪০
বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতার ইন্তেকাল
অভিবক্ত ঢাকা সিটি কর্পোরেশন ৩২নং ওয়ার্ডের ৩ বারের সাবেক কমিশনার শিক্ষানুরাগী মুকবুল আহমেদ আখন্দ(৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজেউন)।
|আরো খবর
তিনি হাজীগঞ্জের ১নং রাজাগাঁও উত্তর ইউনিয়নের রামরা তথা আহমেদাবাদ গ্রামের আখন বাড়ির সন্তান। রোববার বিকেলে বার্ধক্যজনিত কারনে রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। সোমবার দেশের বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে সন্তানসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী আগে পরলোকগমন করেছেন দীর্ঘদিন যাবৎ। বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল আহমেদ আখন্দ হাজীগঞ্জের বলাখাল মবকুল আহমেদ ডিগ্রী কলেজ, বাকিলা ইউনিয়নের শ্রীপুর মকবুল আহমেদ ইসমাইলিয়া দাখিল মাদ্রাসা, মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের প্রতিষ্ঠাতা এবং একই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়া নিজ বাড়ির সামনে একটি এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন। আলহাজ্ব মকবুল আহমেদ আখন্দ ঢাকা সিটি কর্পোরেশন ৩২ নং ওয়ার্ড তথা মতিঝিল এলাকা থেকে বিএনপি সমর্থনে ৩ বার কমিশনারপদে বিজয়ী হয়েছিলেন।