প্রকাশ : ২৭ জুন ২০২২, ২০:১০
তরপুরচন্ডী ইউনিয়নে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয়
স্টাফ রিপোর্টার
আসন্ন পবিত্র ঈদুল আযহায় বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও চলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। জেলায় ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে এ পণ্য বিক্রি করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় ২৭ জুন সোমবার চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে ৭ শত ৪০ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে ডিলারের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মনসুর আহমেদ সহ ট্যাগ অফিসার ও ইউপি সদস্য বৃন্দ। ৪০৫ টাকার বিনিময়ে টিসিবি পণ্য বিতরণের তৃতীয় ধাপের এই নিত্যপণ্যের মধ্যে রয়েছে সয়াবিন তৈল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি ।