প্রকাশ : ২৩ জুন ২০২২, ০৮:২০
চাঁদপুরে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিক্রি শুরু
চাঁদপুরে ২২ জুন বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে ডিলারের মাধ্যমে ফ্যামিলি কার্ডধারীদের কাছে ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি শুরু করেছে টিসিবি।এ দিন থেকে চাঁদপুরসহ সারাদেশে একযোগে পণ্য বিক্রি শুরু হয়, যা চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। জেলা প্রশাসক কামরুল হাসান এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ দিন চাঁদপুর শহরের ১,২ ও ৩নং ওয়ার্ডে এবংচাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। রামপুর ইউনিয়নে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারাদেশে ১ কোটি নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে খাদ্য উপকরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে দ্বিতীয় দফায় চাঁদপুরে ২৫ জন টিসিবি ডিলারের মাধ্যমে ১৫৯ টি কেন্দ্রে ১ লক্ষ ৪৫ হাজার ১শ ৪৭ জনকে এ খাদ্য সহায়তা দেওয়া হবে।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী। এ ছাড়াও ট্যাগ অফিসার মানছুর আহমেদ, ৫নং রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ইউপি সচিব মোহাম্মদ রকিবুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি শাহাদাত হোসেন জাকির হোসেন ও ইউপি সদস্যগণসহ অন্যরা উপস্থিত ছিলেন।
টিসিবি সূত্র জানায়, ফ্যামিলি কার্ডধারী একজন ব্যক্তি বা পরিবার ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এই সময়ের মধ্যে একজন কার্ডধারী একবারই এসব পণ্য কিনতে পারবেন।