প্রকাশ : ২২ জুলাই ২০২১, ১৩:৪৫
হাজারো জনতার শ্রদ্ধা-ভালোবাসায় দেলোয়ার মিয়াজীকে শেষ বিদায়
হাজার হাজার মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় নিয়েছেন শাহরাস্তি উপজেলার সর্বজন শ্রদ্ধেয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির দীর্ঘ ২২ বছরের সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী।
|আরো খবর
২২ জুলাই সকাল ১১টায় দেলোয়ার হোসেন মিয়াজীর নামাজের জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতি ঘটে। শেষবারের মতো এক নজর দেখার জন্য জনতার ঢল নামে। রাতে দেলোয়ার হোসেন মিয়াজীর মৃত্যুর সংবাদ শুনে অনেকেই শোকাহত হয়ে পড়েন সকাল থেকেই অনেকেই তাকে দেখতে উপজেলা সদরে তার বাড়িতে হাজির হন। সর্বস্তরের জনগণের কাছে গ্রহণযোগ্য এই রাজনীতিবিদের মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
দেলোয়ার হোসেন মিয়াজীর জানাজার পূর্বে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য তার ভগ্নিপতি জাকির হোসেন পাটোয়ারী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ মান্নান মোল্লা, উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ কমল, পরিবারের পক্ষে দেলোয়ার হোসেন মিয়াজীর একমাত্র ছেলে হৃদয়।
মরহুমের জানাজায় নামাজে ইমামতি করেন পৌর সদরের গুলাছি বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।