সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৭ মে ২০২২, ১১:৫২

হাজীগঞ্জে সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু!

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু!

হাজীগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা দুজনই রাজমিস্ত্রীর কাজ করতো। ১৭ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ বাজারস্থ পৌর হকার্স মার্কেটের বারেক হাজীর নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : চাপাইনবাবগঞ্জ জেলার নাছোড় থানার সুখান দীঘি গ্রামের সাজেমান আলীর বড় ছেলে গোলাম রাব্বানী (৩০) ও মেঝো ছেলে মোহন (২৮)। তারা দীর্ঘদিন ধরে হাজীগঞ্জে রাজমিস্ত্রীর কাজ করে আসছেন।

পুলিশ জানায়, হাজীগঞ্জ বাজারস্থ পৌর হকার্স মার্কেটের বারেক হাজী একটি পাকা ভবন নির্মাণ চলমান। ওই ভবনের প্রধান রাজমিস্ত্রি ছিলেন গোলাম রাব্বানী। সহযোগী রাজমিস্ত্রী ছিলেন তারই ছোট ভাই মোহন। এদিন সকালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ট্যাংকে নামেন ছোট ভাই মোহন। ভেতরে তার কোনো শব্দ না পেয়ে বড় ভাই রাব্বানীও ট্যাংকে নামেন। এ সময় সে অচেতন হয়ে পড়লে সহকারী শ্রমিক ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রাশদুল আলম অচেতন অবস্থায় দুই রাজমিস্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ চাঁদপুর কন্ঠকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, বিষটির প্রাথমিক তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়