প্রকাশ : ০৩ মে ২০২২, ১২:৩৮
উৎসাহ, আনন্দ ও উদ্দীপনায় ঈদ উদযাপন
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরসহ সারা দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর ক্ষমা ও অনুগ্রহ লাভের আশায় মাসব্যাপী সিয়াম সাধনার পর এই আনন্দ আয়োজনে শামিল হয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
|আরো খবর
৩ মে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চাঁদপুর পৌরসভার ব্যবস্থাপনায় পৌর ঈদগাহে ও পুরাণবাজার মধুসূদন হাইস্কুল মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।একই সময় ও আধাঘন্টা-একঘন্টা পর চাঁদপুরের সর্বত্র ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর ঈদগাহে ও মাঠে ময়দানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ ময়দান।
নামাজ শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের নামাজ শেষে বৃষ্টি :
ঈদের দিন সকালে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এতে নামাজ শেষে বাসায় ফিরতে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। এরই ধারাবাহিকতায় ৩ মে মঙ্গলবার সকাল সোয়া দশটার পর থেকে চাঁদপুরের আকাশে বজ্রপাতসহ বৃষ্টিপাত শুরু হয়েছে।