প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ২০:৫৪
ফরিদগঞ্জে নিম্ন আয়ের মানুষের দৌড়গড়ায় ইফতার সামগ্রী নিয়ে পূর্বাশা ফাউন্ডেশন
ফরিদগঞ্জের ৬ নং গুপ্টি ইউনিয়নের হামছাপুরের পূর্বাশা ফাউন্ডেশনের পক্ষ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের পরিবারগুলোকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে যখন দিশেহারা সাধারণ মানুষ, সেই সাথে আসন্ন মাহে রমজান মাসকে সামনে রেখে দিনমজুর মানুষগুলো যখন নিত্য পণ্য কেনা কষ্টসাধ্য এমন পরিস্থিতিতে সামাজের নিন্ম মধ্যবিত্ত ও দিন এনে দিন খাওয়া অসহায় মানুষগুলো পাশে দাঁড়ানোর প্রত্যয়ে ইফতার সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালো উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায়দের আশার প্রদীপ পূর্বাশা ফাউন্ডেশন।
পূর্বের ন্যায় এবারও সংগঠনটির পক্ষ থেকে দুই শতাধিক মধ্যবিত্ত ও নিন্ম আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে সংগঠনটির সেচ্ছাসেবীরা। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিলো ছোলা, মুড়ি, পেঁয়াজ, আলু, ডাল, খেজুর, লবন ও ট্যাংক।
সংঠনটির সূত্রে জানা যায় পূর্বাশা ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ভৌত নিয়ে এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতায় এবারের রমজান উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হলো। উল্লেখ্য, অসহায়দের আশার প্রদীপ এমন স্লোগানকে ধারণ করে ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সমাজের হতদরিদ্র অসহায়দের পাশে থেকে তাদের সহযোগিতা করছে সংগঠনটির সদস্যরা।