প্রকাশ : ১২ জুলাই ২০২১, ১৩:৫১
পুরাণবাজার রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে রথযাত্রার প্রসাদ বিতরণ
পরম দয়ালু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে চাঁদপুর পুরানবাজার হরিসভারোডস্থ শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ উপলক্ষে ১২ জুলাই সোমবার মন্দির প্রাঙ্গনে পূজা অর্চনাসহ ভোগরাগ ও ধর্মীয় কীর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৈশ্বিক মহামারি করোনার হাত থেকে রক্ষাসহ দেশ ও জাতির কল্যান কামনায় প্রার্থনা করা হয়। স্বাস্থ্যবিধি ভঙ্গ হওয়ার আশংকায় অনাড়ম্বর পরিবেশে সকল আয়োজন সম্পন্ন করাসহ সামাজিক দুরত্ব বজায় রেখে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
|আরো খবর
এ সময় মন্দিরের সভাপতি রোটারিয়ান রিপন সাহা, সাধারণ সম্পাদক সহদেব বর্মন, কোষাধ্যক্ষ সুমন দেবনাথকে আগতদের মাঝে মাস্ক বিতরন করতেও দেখা যায়। সেবা পূজা সম্পন্ন করেন মন্দিরের সেবাইত শচীনন্দন ব্রহ্মচারী। মন্দির কতৃপক্ষ জানান বৈশ্বিক করোনার কারনে স্বাস্থ্যবিধি রক্ষায় মন্দির প্রাঙ্গন ছাড়াও আমরা শহরের নতুনবাজার ও পুরাণবাজারের ভক্তদের বাড়ি বাড়ি প্রসাদ পৌছে দেওয়ার চেষ্টা করেছি। তারা আশা করেন করোনার সকল বাধা বিপত্তি পেরিয়ে শ্রীশ্রী জগন্নাধদেবের কৃপায় আগামী বছর ব্যাপক আয়োজনে রথযাত্রায় সকল ভক্তবৃন্দ উৎসব পালনে সক্ষম হবেন। ক্যাপসানঃ শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে পুরাণবাজার রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন।