বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ২০:৫৩

চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বেড খালি নেই

উপসর্গ নিয়ে ভর্তি রোগী বাড়ছে

চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বেড খালি নেই
আইসোলেশন ওয়ার্ড
মিজানুর রহমান

চাঁদপুরেও ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা পরিস্থিতি। চিকিৎসকেরা বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর রোগীরা তীব্র উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

আড়াই'শ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ৬০ বেডের করোনা ওয়ার্ড ৭০ জন ভর্তি রোগীর চিকিৎসা চলছে। কোন বেড খালি নাই। এক্সট্রা বেড দিয়ে ফ্লোরে শয্যা করা ছাড়া উপায় নাই। রবিবার সকালে খোরশেদ আলী নামে করোনায় পজেটিভ একজন রোগীর মৃত্যু হয়েছে।

গতকাল সন্ধ্যায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে সরজমিনে গিয়ে ডিউটিরত নার্সদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।

হাসপাতলে এখন পজিটিভ রোগী ভর্তি আছেন ৩৬ জন আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৩৪ জন। আইসোলেশন ওয়ার্ডের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান জানান, সারা দেশের ন্যায় চাঁদপুরেও করোনা বাড়তেছে। জনগণকে এ বিষয়ে খুবই সতর্ক হওয়া প্রয়োজন। তিনি জানান,বৃহস্পতিবার রাত থেকে ডিউটি করছেন এবং প্রতিদিনই রোগী আসতেছে। স্বাভাবিকভাবে করোনার চিকিৎসা দিতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে।

তিনি বলেন, আইসোলেশন ওয়ার্ডের সব ডাক্তার একত্রিত না হয়ে তারা বাই রোটেশনে ডিউটি করছেন। জেলার এ হাসপাতালের জন্য হাইফ্লুো অক্সিজেন দরকার বলে মনে করেন।

অপরদিকে হাসপাতালের সুপারেন্টেন্ড ডাঃ হাবিব উল করিম জানান, করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। রোগী যে হারে বাড়ছে আল্লাহই ভাল জানেন। তিনি বলেন,আইসোলেশন ওয়ার্ডে শয্যা খালি না থাকলে বিকল্প আরেকটি ওয়ার্ড তিনতলায় বিকল্প ব্যবস্থা করা ছাড়া উপায় নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়