প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ১৭:৩৫
নান্নু হাজী আর বেঁচে নেই
চাঁদপুর শহরের পরিচিত মুখ পালপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আলহাজ্ব মোঃ নান্নু মিয়া হাওলাদার আর বেঁচে নেই। তিনি ১৯ ডিসেম্বর দিবাগত রাত ৩.৪০ মিনিটেরর সময় ঢাকার বাড়িতে হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি দীঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি ইন্ডিয়া থেকে চিকিৎসা করে দেশে ফিরে ঢাকার বাড়িতেই ছিলেন।
|আরো খবর
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়ে ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
২০ ডিসেম্বর সোমবার সকাল ১১ টার সময় পালপাড়া জামে মসজিদে এবং বাদ যোহর পুরাণবাজার জাফরাবাদ এমদাদীয়া মাদরাসা মাঠে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মরহম নান্নু হাজির জানাজার নামাজে ইমামতি করেন তার ছোট ছেলে হাফেজ সাইদুর রহমান। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, শহরের বিশিষ্টজন, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পেশাজীবী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ জানাযার নামাজে উপস্থিত ছিলেন।
পরে চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর ইউনিয়নের দোকান ঘর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিন ভোরের আলো ফুটতেই আলহাজ্ব নান্নু মিয়া হাওলাদারের মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়লে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। নানু হাজী চাঁদপুর সদর দোকানঘর মরহম রহিম হাওলাদার জ্যেষ্ঠপুত্র এবং চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার এর বড় ভাই।