প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ২২:৫৬
উয়ারুকের ওমর ইবনে খাত্তাব (রাঃ) মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য
শাহরাস্তির উয়ারুকে অবস্থিত ওমর ইবনে খাত্তাব (রাঃ) মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবার আয়োজিত উপজেলাভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মাদ্রাসা থেকে চারজন ছাত্র অংশগ্রহণ করে। ২০ পারা গ্রুপে ৩জন ও আর ৫ পারাগ্রুপে ১জন। আল্লাহর মেহেরবানিতে ২০ পারা গ্রুপে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জন করেছে এবং পাঁচ পারা গ্রুপে ১জন অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করেছে।
|আরো খবর
শিক্ষার্থীদের এই কৃতিত্বে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আলী আশ্রাফ মজুমদার এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট কাতার প্রবাসী হাফেজ মাওলানা আবু ইউসুফ শিমুল আল্লাহর শোকরিয়া আদায় করেছেন এবং উত্তরোত্তর সাফল্যের জন্যে সকলের দোয়া চেয়েছেন।