প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ২০:২৮
মতলব উত্তরে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন
‘ছাত্র শিক্ষক কৃষক ভাই-ইঁদুর দমনে সহযোগিতা চাই’-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মতলব উত্তর উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৩০ অক্টোবর বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস ও সমবায় অফিসার ফারুক আলম। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সালাউদ্দিন, কলাকান্দা ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার কবির হোসেন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী কৃষি অফিসার নূর মোহাম্মদ। সভা শেষে জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।