বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ২০:০৪

অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ে আইনজীবীদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥
অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ে আইনজীবীদের প্রশিক্ষণ
চাঁদপুরে অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ক আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন চাঁদপুরের সিনিয়র সহকারী জজ জিহান সানজিদা।

চাঁদপুরে অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ে আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর বুধবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন একটি প্রশিক্ষণ কেন্দ্রে অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচারে অভিগম্যতা বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় চাঁদপুরের আইনজীবীরা।

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে জেলার ২০ জন আইনজীবী অংশগ্রহণ করেন।

কর্মশালা উদ্বোধন করেন চাঁদপুর জেলা লিগ্যাল এইডের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ জিহান সানজিদা। তিনি তাঁর বক্তব্যে বলেন, নিরাপদ অভিবাসনের তথ্য তুলে ধরা এবং অভিবাসন আইনের ব্যাপক প্রয়োগের ওপর গুরুত্ব দিতে হবে। আইনজীবীদের মাধ্যমে জনগণের কাছে এই তথ্যসমূহ পৌঁছে দেয়াসহ আইনগত সহায়তা প্রত্যাশী অভিবাসন কর্মীদের প্রত্যাশিত সেবা প্রদান করার বিষয়ে ভূমিকা পালন করলেই অভিবাসী কর্মীরা ন্যায় বিচার পাবে।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এএনএম মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চেীধুরী, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য ও সিম্স প্রকল্পের আইনজীবী অ্যাডঃ ফেরদৌস নিগার।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন প্রকল্পের প্যানেল আইনজীবী ও বিএনডব্লিউএল-এর সদস্য, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ কোহিনুর বেগম। এ প্রশিক্ষণে ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন অ্যাডঃ তানভিয়া রোজলিন সুলতানা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়