শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে
  •   সৌদি আরবে বাংলাদেশের ১৬তম  রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ২১:২৩

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

বাংলাদেশে তৃণমূল ফুটবল উন্নয়ন : সাফল্যের পথ’ শীর্ষক আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি।।
বাংলাদেশে তৃণমূল ফুটবল উন্নয়ন : সাফল্যের পথ’ শীর্ষক আলোচনা সভা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে তৃণমূল ফুটবল উন্নয়ন : সাফল্যের পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম।

২১ অক্টোবর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের উদ্যোগে 'বাংলাদেশে তৃণমূল ফুটবল উন্নয়ন : সাফল্যের পথ' শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব হেলথ এন্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ড. মোঃ বেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিক এসোসিয়েশনের পরিচালক ফারুকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের পরিচালক বেগম নাসরিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্পোর্টস এন্ড গেইমসের উপদেষ্টা প্রফেসর ড. এবিএম কামাল পাশা। স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ সোহেল।

প্রধান আলোচকের বক্তব্যে শেখ মোহাম্মদ আসলাম বলেন, খেলাধুলায় মনোযোগী হলে সুন্দর দেশ ও সমাজ গড়া সম্ভব। আমাদের দেশে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তাদের বিকাশের সুযোগ দিতে হবে। ফুটবলের উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে ফুটবলার খুঁজে বের করার জন্যে হান্টিং প্রোগ্রাম আয়োজন জরুরি। তিনি আরও বলেন, দেশের ফুটবলের ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের জন্যে বিশ্ববিদ্যালয়গুলোকে সক্রিয় করতে হবে।

অনুষ্ঠানের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়