রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০

সত্য পথের সৈনিক
অনলাইন ডেস্ক

কতকাল পেরিয়ে শতাব্দির কোলে ঢলে পড়ে স্মৃতিরা,

ইতিহাস ভষ্মিত হয় নতুন কত ইতিহাসে,

গ্রন্থের পাতায় সমাধিত রয় হাজারো বীরের বীরত্ব,

শাহাদাতের সুধার তৃষ্ণায় চটপট করে কত সাহসী হৃদয়।

ন্যায়ের পতাকা যখন ঢেকে যায় অন্যায়ের কালো আঁধারে,

সাম্যতা কেবল ঠাঁয় খুঁজে নেয় লেখকের কবিতার ছন্দে,

হায়নাদের রাজত্বে কায়েম হয় তুমুল জুলুমের মহড়া,

ও পাশ থেকে কেউ একজন ডেকে বলছে জাগো সাহসীরা,

তোমরা ঘুমিয়ে থাকলে যে নতুন প্রভাত আসবে না।

নিপীড়নের করুণ প্রতিচ্ছবি যখন ডেকে আনে জাহিলিয়াত,

হিং¯্রতার ভয়াবহ সংঘর্ষে বিধ্বস্ত হয় মানবতা,

তবে কি জাগার সময় হয়নি হে বীর?

শহীদের খুনে রঞ্জিত কালো মাটির শপথ করে বলছি,

অন্যায়-অবিচারের দুর্গের প্রতিটি পাথর চূর্ণ করা হবে।

¯্রােতে গাঁ ভাসানো পাটকাঠির মতো হইও না হে যুবক,

সত্যের পথে গর্জে উঠো জুলফিকার হয়ে,

ভয় নেই, সাহসীদের যে মৃত্যু দমাতে পারে না।

পরাজিত হলে নবাব সিরাজের মতো হও,

বিজয়ী তো মীরজাফরও হয়েছিলো।

ন্যায়ের পতাকাকে পদদলিত হতে দিও না,

হে নির্ভীক যোদ্ধারা জেনে রেখো,

জুলুম গর্জে উঠে সাহসীরা ঘুমিয়ে গেলেই,

মাজলুমদের আর্তনাদ শুনে ঘুমিও না আর,

সংগ্রামের পথে মৃত্যুও যে সাফল্যের মাইলফলক।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল

[email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়