প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে প্রতীবন্ধীসহ তিনজনের অটোবাইকের ব্যাটারি চুরি
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়নে একজন প্রতিবন্ধীসহ তিনজন দিনমজুরের অটোবাইকের ব্যাটারি চুরি হওয়ার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বুধবার ৩ জানুয়ারি ভোররাতে চুরির ঘটনা ঘটে।
স্থানীয়দের থেকে খবর নিয়ে জানা যায়, কড়ৈতলী গ্রামে তিনজন দিনমজুরের অটোবাইকের ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোর, চুরির শিকার একজন শারীরিক প্রতিবন্ধী। ওই তিনজন দিনমজুর হলেন কড়ৈতলী গ্রামের বাবুর বাড়ির তৈয়ব আলীর ছেলে রেজাউল ও নূরু, একই বাড়ির মৃত ভুট্টোর ছেলে রাজু। তাদের মধ্যে রেজাউল প্রতিবন্ধী।
তারা বলেন, মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত তারা তাদের অটোবাইকের সার্ভিসিং করান, পরে গ্যারেজে রেখে বাড়িতে ফিরেন। রাত সাড়ে ১২টার দিকে গ্যারেজে এসে অটোবাইক দেখে যাই। তখনও সব ঠিক ছিলো। সকালে এসে দেখি সব এলোমেলো, অটোতে ব্যাটারি নাই। আমরা অটোবাইক চালিয়ে পরিবার ও নিজের সংসার চালাতাম। এই ইনকাম ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। বর্তমানে একসেট ব্যাটারির দাম প্রায় ১৫ হাজার টাকা। ব্যাটারি চুরি হওয়াতে খুব কষ্ট লাগছে।
স্থানীয় তাফাজ্জল হোসেন পাটওয়ারী বলেন, তারা প্রতিদিন অটোবাইক চালিয়ে পরিবারের খরচ চালাতেন। আজ পরিবারের সদস্যরা অসহায় হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। তারা রুজি করলে পরিবারের সংসার চলে, এমন অসহায় গরিবদের ব্যাটারি চুরির ঘটনা দুঃখজনক।
৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন বলেন, আমার ইউনিয়নে দিন দিন চুরি বেড়েই চলছে। ক’দিন পর পর চুরি, চুরির ঘটনায় অতিষ্ঠ সাধারণ মানুষ। গত ৭/৮ দিন আগেও দক্ষিণ কড়ৈতলীতে ৬/৭টি টিউবওয়েল চুরি হয়। গত রাতে অসহায় গরিব লোকগুলোর ব্যাটারি চুরি হয়। এটা খুবই দুঃখজনক। আমি পুলিশ বিভাগের কাছে অনুরোধ জানাচ্ছি, গভীর রাতে রাস্তাঘাটে সন্দেহজনক যাদেরকে পাবে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং স্থানীয় গণ্যমান্য সচেতন মহলের কাছে অনুরোধ, রাতে সন্দেহজনক যারা ঘোরাঘুরি করে তাদেরকে ধরে প্রশাসনের কাছে তুলে দেন।