শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০

মতলব উত্তরে আওয়ামী দুঃশাসন-জুলুম-হত্যাসহ নির্যাতনের প্রতিবাদে মিছিল

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তরে আওয়ামী দুঃশাসন-জুলুম-হত্যাসহ নির্যাতনের প্রতিবাদে মিছিল

মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে আওয়ামী দুঃশাসন, জুলুম, হত্যাসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। ৪ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া হাঁপানিয়া বেড়িবাঁধ হয়ে ধনাগোদা কালিরবাজার চৌরাস্তায় সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মিয়া নাদিম, সহ-সভাপতি শাহাদাত হোসেন, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক পারভেজ প্রধান, আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলভি ইমন, যুবনেতা ইমান হোসেন, নাছির মিয়া, আল আমিন, জিসান আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব আশ্বাদুল হক, ছাত্রনেতা আল আমিন প্রধান, হিমেল ভূঁইয়াসহ দলীয় নেতা-কর্মীরা।

পথসভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন বলেন, কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে স্থান নেই । আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের দালালি করেছে, আমাদের উপর হামলা-মামলায় ইন্ধন দিয়েছে, তাদের স্থান বিএনপিতে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সকল দালাল নেতা-কর্মীকে দলে স্থান দিবেন না। সকলকে ধৈর্য ধারণ করে আগামী দিনগুলোতে দলের শৃঙ্খলা রক্ষা করে কার্যক্রম পরিচালনার জন্যে আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়