প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০০:০০
মাদক, কিশোর গ্যাং আর ইভটিজিং রুখতে করণীয় নির্ধারণে আলোচনা সভা করেছে ফরিদগঞ্জ পৌরসভাস্থ দক্ষিণ কাছিয়াড়া যুব সমাজ। দক্ষিণ কাছিয়াড়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ আব্দুর রবের সভাপ্রধানে ২০ নভেম্বর শনিবার সন্ধ্যায় কাছিয়াড়া মহিলা মাদ্রাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তিনি বলেন, আমাদের চারপাশে ক্রমবর্ধমান মাদকের ব্যবসা, কিশোর গ্যাংয়ের উৎপাত আর ইভটিজিং দেখেই বুঝা যায় আমাদের সমাজটা দ্রুতই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দেশ ও জাতির সম্পদ আগামীর কাণ্ডারী তরুণরা নিঃশেষ হয়ে যাচ্ছে। সমাজে অস্থিরতা, বিশৃঙ্খলা, অসিহিষ্ণুতা বেড়ে চলেছে। সমাজের গভীর থেকে এ সকল অন্যায়-অনিয়ম উৎখাত করা না গেলে প্রশাসন আর আইন-আদালত দিয়ে এর পতন ঠেকানো যাবে না। তাই কাছিয়াড়া যুব সমাজের এ উদ্যোগ সমাজের জন্যে অপরিহার্য একটি পদক্ষেপ। সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হবে। ছাত্র রাজনীতির ভুল চর্চা এবং প্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংমুক্ত কাছিয়াড়া উপহার দিয়ে যুব সমাজ একটি মাইলফলক রচনা করবে বলে বিশ্বাস করি।
চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও সংগঠক নাজির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন মিয়াজী, উপজেলা যুবলীগ নেতা জিল্লুর রহমান দিপু, যমুনা ট্রাভেলস্-এর স্বত্বাধিকারী আনোয়ার হোসেন, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম মাসুদ, ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক বরকত উল্যাহ, হাফেজ আব্দুল্লাহ আল ফয়সাল, চিকিৎসক পারভেজ হোসেন, শিক্ষক জয়নাল আবেদিন, লোকমান হোসেন প্রমুখ।