প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠা দৃষ্টিনন্দন লেকের পাড়টি একদিকে যেমন শহরের সৌন্দর্য বৃদ্ধি করছে, অন্যদিকে সৌন্দর্যপিপাসু মানুষের কাছে তা অবসরে সময় কাটানো বিনোদনের স্থান হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’কে বুকে ধারণ করা এই লেকের পাড়ে প্রতিদিন শত শত মানুষ প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন, অবসর সময় কাটানো, লেকে গোসলসহ বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকেন। অথচ এই লেকের পানির স্বচ্ছতা রক্ষায় কেউই তেমনভাবে আগ্রহী না হওয়ায় লেকের পানি যেমনি অপরিষ্কার হচ্ছে, তেমনি ময়লা, আবর্জনা, প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে হারাচ্ছে সৌন্দর্য। ছবিতে এমনই চিত্র ফুটে উঠেছে। পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দিবেন কি? ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকীম নাহিন।