প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন শাখার উদ্যোগে হরিণা বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়েছে। আজ ২২ নভেম্বর সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন মুজাহিদ কমিটির জেলা ছদর মাওলানা নূরুল আমিন জিহাদী, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমাদ, কার্যকরী সদস্য শেখ মোঃ জয়নাল আবেদীন, মাওলানা কে এম ইয়াসীন রাশেদ সানী ও চাঁদপুর সদর উপজেলা মুজাহিদ কমিটির ছদর মাওলানা গাজী মুহাম্মদ হানিফ।
চাঁদপুর সদর উপজেলা মুজাহিদ কমিটির ছদর মাওলানা গাজী মোহাম্মদ হানিফ গতকাল চাঁদপুর কণ্ঠে এই মাহফিল প্রসঙ্গে প্রকাশিত সংবাদ বিষয়ে বলেন, একই অতিথি, একই মাঠে, একই সময়ে দুই গ্রুপের মাহফিল নিয়ে দ্বন্দ্ব, এই তথ্য সঠিক নয়। চরমোনাইর পীর সাহেবের মুরীদ ও কর্মীদের মধ্যে মূলত কোনো গ্রুপিং নেই। আমরা সবাই দ্বীনি ভাই। সামান্য তথ্য বিভ্রাট হয়েছে। এ ব্যাপারে জেলা মুজাহিদ কমিটির ছদর মাওলানা নূরুল আমিন উভয়ের মধ্যে সমন্বয় করে দিয়েছেন। এই হানারচর ইউনিয়নে আমাদের কর্মীদের মধ্যে আর কোনো দ্বিধা-বিভক্তির অবকাশ থাকলো না। আজকের হরিণা বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠের মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইকে উপস্থিত থাকতে তিনি আহ্বান জানান।