বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ০০:০০

পুরাণবাজার লাইসিয়াম কিন্ডারগার্টেনে বিদায় অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর শনিবার সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের তফাদার।

লাইসিয়াম কিন্ডারগার্টেনের পরিচালক ও মিজান চৌধুরী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মোঃ আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খালেদা বেগম ও অভিভাবক মোঃ মোতালেব হোসেন পাটোয়ারী।

রবিন হোসেনের কোরআন তেলাওয়াত ও রিতি দাসের গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ সময় পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদাউস তানহা ও অভিভাবকের পক্ষে আনোয়ারা বেগম।

শিক্ষিকা রোজিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষিকা যমুনা দাস, পলাশী দাস, শিবানী বসু, রোকসানা ইসলাম, প্রীতি রায় পিউ, প্রিয়াংকা রাণী দাস, রেহানা আক্তার ও ফাতেমা আক্তার।

উল্লেখ্য, এ বছর অত্র প্রতিষ্ঠান থেকে মোট ১৬জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়