প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০০:০০
সাহিত্য একাডেমি চাঁদপুর-এর মাসিক সাহিত্য আসর আজ ২৭ অক্টোবর বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ একাডেমি মিলনায়তনে আয়োজিত এ আসরে জেলার সকল পর্যায়ের নবীন-প্রবীণ লেখকদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে দীর্ঘদিন সাহিত্য একাডেমির মাসিক সাহিত্য আসর স্থগিত ছিলো। করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় একাডেমির নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পুনরায় মাসিক সাহিত্য আসর চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।