মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০০:০০

মাহবুব আলম লাভলু ॥

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মতলব উত্তর উপজেলায় ভোটগ্রহণ আগামী ২৮ নভেম্বর। জেলার ৮টি উপজেলার মধ্যে দুটি উপজেলার ১৮টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। মতলব উত্তরের ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গতকাল ২৬ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে নতুনভাবে মনোনয়ন পেয়েছেন ৭ জন, আর পুরাতনদের মধ্যে রয়েছেন ৭ জন।

মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন - ষাটনল ইউনিয়নের একেএম শরীফ উল্লাহ সরকার (পুরাণ), বাগানবাড়ি ইউনিয়নে মোঃ নান্নু মিয়া (পুরাণ), সাদুল্লাপুর ইউনিয়ন লোকমান আহমেদ(পুরাণ), দুর্গাপুর ইউনিয়নে মোঃ মোকাররম হোসেন ওপেল (নতুন), কলাকান্দা ইউনিয়নে মোঃ গোলাম কাদির (নতুন), মোহনপুর ইউনিয়নে শামসুল হক চৌধুরী (পুরাণ), এখলাছপুর ইউনিয়নে আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন (নতুন), জহিরাবাদ ইউনিয়নে আইনজীবী মনোয়ারুল ইসলাম (নতুন), ফতেপুর পূর্ব ইউনিয়নে আজমল হোসেন চৌধুরী (পুরাণ), ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে নূর মোহাম্মদ (পুরাণ), ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদে মোহাম্মদ রেজাউল করীম (নতুন), ইসলামাবাদ ইউনিয়ন পরিষদে মোঃ শাখাওয়াত হোসেন মুকুল (নতুন), সুলতানাবাদ ইউনিয়ন পরিষদে হাবিবা ইসলাম সিফাত (পুরাণ), গজরা ইউনিয়ন পরিষদে মোঃ শহীদ উল্লা (নতুন)।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে ২ নভেম্বর পর্যন্ত। প্রার্থীতা যাচাই-বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়