প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে পুরাণ রামপুর মধ্য বাজারে কাউছার আহমেদ ভূঁইয়া গংয়ের লিজকৃত জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে বাধা দেয়ার অভিযোগ উঠেছে ।
জানা যায়, পুরাণ রামপুর মধ্য বাজারে সরকার থেকে লিজকৃত জমিটির মালিক আলী হোসেন। পরবর্তীতে আলী হোসেন থেকে কাউছার আলম গং লিজ নেন। লিজকৃত জমির মালিকদের পক্ষে কাউছার আহমেদ ভূঁইয়া জানান, অর্ধশতক জমি আব্বাস বেপারী, আব্দুর রশিদ খন্দকার, আলমগীর হোসেন ভূঁইয়াসহ আমরা ৪ জন লিজ গ্রহণ করি। যখন আমরা লিজকৃত জমিতে দোকানঘর নির্মাণ করতে যাই তখনই শামছুল আলম হেলাল ভূঁইয়া ও তার জামাতা জায়েদ হোসেন ভুয়া স্ট্যাম্প দেখিয়ে ঘর করতে বাধা প্রদান করেন এবং অর্থ দাবি করেন। সর্বশেষ গত সোমবার দিন এভাবে বাধার মুখে পড়ি। ২০০২ সালেও এমন ভুয়া স্ট্যাম্প দেখিয়ে সালিসগণের মাধ্যমে ৬৫ হাজার টাকা নেন, যা স্ট্যাম্পে লেখা আছে। এখন আবার ঘর করতে গেলে একই কায়দায় তারা টাকা দাবি করছেন। তিনি আরো বলেন, শামছুল আলম হেলাল ভূঁইয়া গং এভাবে মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করছেন।
এই বিষয়ে শামছুল আলম হেলাল ভূঁইয়া বলেন, লিজকৃত জমিটির মালিক আলী হোসেন। আলী হোসেন থেকে স্ট্যাম্পের মাধ্যমে নেন জসিম উদ্দিন। সেই জসিম উদ্দিন থেকে ২০০১ সালে ৫০ হাজার টাকার বিনিময়ে লিজকৃত জমিটি আমি নেই। কাউছার আলম গং যে অভিযোগ করেছেন তা মিথ্যা।