প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০০:০০
কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ৫ কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ মোঃ সাইফুল ইসলাম (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মোঃ আবু ফয়সাল ও এএসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গেইট সংলগ্ন এলাকায় চাঁদপুরগামী রিলাক্স বাসে তল্লাশি চালিয়ে ৫ কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইয়ার আহমেদের পুত্র।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)-এর সার্বিক নির্দেশনায় আমরা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছি। এরই অংশ হিসেবে আমরা জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গেইট সংলগ্ন এলাকায় চাঁদপুরগামী রিলাক্স বাসে তল্লাশি চালিয়ে ৫ কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে কোর্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার সকালে অভিযান চালিয়ে একই স্থানে রিলাক্স বাস থামিয়ে পুলিশ তল্লাশি চালিয়ে পারুল আক্তার নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ কেজি গাঁজা ও ২৮ বোতল ফেনসিডিলসহ আটক করে।