প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১১ নভেম্বর অনুষ্ঠেয় ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারী। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বিকেলে তিনি জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এ সময় চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বলেন, বিগত নির্বাচনে আমি এ ইউনিয়নে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। এখনো সে পদে আছি। নির্বাচনী তফসিল অনুযায়ী এবারও প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। যেহেতু আমার দল বিএনপি দেশের এ পরিস্থিতিতে নির্বাচনে যায়নি। দলের সিদ্ধান্ত মেনে এবং চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে আলোচনা করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। আরো বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন। মৈশাদী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।