মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০০:০০

হাজীগঞ্জের বড়কুলে আওয়ামী লীগের বর্ধিত সভা পণ্ড ॥ বাকিলায় প্রার্থী ৯ জন
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা চলমান রয়েছে। এরমধ্যে মঙ্গলবার সকালে উপজেলার ৬নং বড়কুল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা প- হয়ে গেছে। বিকেলে অনুষ্ঠিত বাকিলা ইউনিয়নের বর্ধিত সভায় নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ৯ জনের নাম প্রস্তবনায় এসেছে। উভয় ইউনিয়নের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিনের সঞ্চালনায় বাকিলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে চেয়ারম্যান পদে নিজ নিজ প্রার্থিতার ঘোষণার আহ্বান জানান। এ সময় নৌকা প্রতীকের মনোনয়ন পেতে ৯জন প্রার্থী হাত তুলে তাদের প্রার্থিতা জানান দেন। এরপর উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে তর্ক-বিতর্কের জেরে সভার মাঝে চেয়ার ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপরেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বর্ধিত সভায় উপস্থিত উপজেলা ও ইউনিয়ন আওয়াম লীগ নেতৃবৃন্দের সিদ্ধান্ত মতে ৯জন প্রার্থীকেই নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীর তালিকা করে জেলা ও কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন : ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, সাধারণ সম্পাদক অমল ধর, সিনিয়র সভাপতি আনোয়ার হোসেন পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা অহিদুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খান রনি, সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান নয়ন ও জেলা ছালীগের সাবেক নেতা রাকিবুল ইসলাম রকিব।

অপরদিকে বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার শুরুতেই বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের দুইপক্ষের তর্ক-বিতর্কের জেরে হট্টগোল শুরু হয়। এতে করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বর্ধিত সভা প- হয়ে যায়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু তাহেরকে বর্ধিত সভার সভাপ্রধান করা নিয়ে এই হট্টগোলের সৃষ্টি হয়।

এ সময় ওই ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কবির হোসেন মিয়াজী, আওয়ামী লীগ নেতা মোঃ আবু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মজিবুর রহমান মজিব, মোঃ আহসান হাবীবের নাম প্রস্তাবনায় এই ইউনিয়নের বর্ধিত সভা পরে অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র হতে জানা গেছে।

উভয় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবীব অরুণ, সদস্য মোঃ হারুন অর রশিদ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলহাজ জসিম উদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ শাহজামাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, শামসুজ্জামান মুন্সী ও জাকির হোসেন মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ জীবন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ উপজেলা, পৌর ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়