শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

পুরাণবাজার শীল সংঘের বিশ্বকর্মা পূজা
স্টাফ রিপোর্টার ॥

বৈশ্বিক করোনা থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় পুরাণবাজার বারোয়ারী মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর পুরাণবাজার শীল সংঘ এ পূজার আয়োজন করে। গতকাল ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত পূজায় পৌরহিত্য করেন তপন চক্রবর্তী। এ সময় পুরাণবাজার শীল সংঘের সভাপতি সুখরঞ্জন শীল, সহ-সভাপতি জয়দেব চন্দ্র শীল, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র শীল, সহ-সাধারণ সম্পাদক রতন চন্দ্র শীল, বিশ^কর্মা পূজা আহ্বায়ক রাজন চন্দ্র শীল, সদস্য সচিব দিলীপ চন্দ্র শীল, সদস্য মহারাজ শীল, দেবরাজ শীল, নকুল চন্দ্র দাস, রতন চন্দ্র শীল, সুদেব চন্দ্র শীল, মিঠুন চন্দ্র শীল, তাপস চন্দ্র দাস, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সংগঠনিক সম্পাদক প্রীতম সাহাসহ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পূজারীগণ বাদ্য-বাজনা সহকারে ডাকাতিয়া নদীতে গঙ্গা আহ্বানসহ করোনা থেকে মুক্তির লক্ষ্যে সমবেত প্রার্থনা করেন এবং পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এদিন শীল সংঘ ছাড়াও মিল ইন্ডাস্ট্রি বা লোহা-লক্কর, যন্ত্রপাতির সাথে সম্পৃক্ত হিন্দু ব্যবসায়ীগণ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন এবং পূজার আয়োজন করেন। একইভাবে চাঁদপুর জেলা শীল সমিতিও শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার আয়োজন করে এবং শীল সম্প্রদায়ের মানুষজন তাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ রাখেন। পূজাকে কেন্দ্র করে আয়োজনকারীদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়। দেশের বিভিন্নস্থানের ন্যায় চাঁদপুর জেলার বিভিন্নস্থানে উৎসবমুখর পরিবেশে এই পূজা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়