শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

আশিকাটি ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নয়ন মাস্টার
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নয়ন দাসের (মাস্টার) নাম আলোচনায় উঠে এসেছে। ওই ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কথা বলে নয়ন মাস্টারের নাম এবার নতুন প্রার্থী হিসেবে জানা গেছে। জনসেবার লক্ষ্য নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নয়ন দাস নিজেকে জানান দিয়েছেন।

শিক্ষকতা পেশায় থাকা তৃণমূলের এ নেতা নিজেকে জনসেবায় সম্পৃক্ত করতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে প্রচার প্রচারণা করে যাচ্ছেন।

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী হিসেবে নয়ন দাসকে আশিকাটিতে আওয়ামী লীগ থেকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার অনুরোধ জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। এ ব্যাপারে তারা চাঁদপুরের কৃতী সন্তান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেছেন।

জানা গেছে, দলীয় নেতা-কর্মীদের সাথে তিনি যোগাযোগ অব্যাহত রেখে যাচ্ছেন। তৃণমূলের মানুষের সাথে কুশল বিনিময় ও দোয়া চাচ্ছেন।

আসন্ন ইউপি নির্বাচনে আশিকাটির একাধিক প্রার্থীর মধ্যে নয়ন মাস্টারের নাম ব্যাপক আলোচনায় রয়েছে বলে তার কর্মী-সমর্থকরা জানিয়েছেন।

আশিকাটি ইউনিয়নের দলের তৃণমূল নেতা-কর্মীদের সাথে কথা বললে তারা জানান, নয়ন মাস্টার একজন সৎ, আদর্শ, নীতিবান এবং ক্লিন ইমেজের মানুষ। এ ধরনের লোককে সাধারণ জনগণ আশিকাটির চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

নয়ন মাস্টার আশিকাটিকে একটি মডেল ও আলোকিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য মাঠে ময়দানে ঘুরে সকলের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন। ইউনিয়ন থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে, ইভটিজিংসহ বিভিন্ন অপকর্ম দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি গণসংযোগ অব্যাহত রেখেছেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নয়ন মাস্টার এক প্রতিক্রিয়ায় বলেন, আমি দীর্ঘদিন আশিকাটিতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে সম্পৃক্ত ছিলাম, এখনো আছি, বিভিন্নভাবে সহযোগিতা করেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের পাশে থাকার স্বপ্ন নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা নিয়েছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে চাঁদপুরের কৃতী সন্তান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করছি ।

তিনি বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা ও শুভ কামনা জানাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের আদর্শ বাস্তবায়নে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে ২নং আশিকাটি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় সংশ্লিষ্ট সকলের দোয়া কামনা করছি।

জানা গেছে, নয়ন মাস্টার আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের ১নং সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, চাঁদপুর সদর উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, নয়ন চন্দ্র দাস (নয়ন মাস্টার) এর পিতা-নিরঞ্জন চন্দ্র দাস (অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক), মাতা-অমিতা রাণী দাস (গৃহিণী)। তাদের গ্রাম-হোসেনপুর, ডাকঘর-আশিকাটি, ৫নং ওয়ার্ড, ২নং আশিকাটি ইউনিয়ন, উপজেলা: চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, নয়ন মাস্টার বিভিন্ন সামাজিক সংগঠনে সম্পৃক্ত রয়েছেন : এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চাঁদপুর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক, ২নং আশিকাটি ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, আশিকাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশের যুগ্ম-সাধারণ সম্পাদক, অনুভব বহুমুখী সমবায় সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, পূর্ব হোসেনপুর নম: পাড়া লোকনাথ ও কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি

নয়ন মাস্টার ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত রয়েছেন এবং বর্তমানেও আছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সম্মানিত সদস্য ২নং আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগ (১৯৯১), যুগ্ম-সাধারণ সম্পাদক, ২নং আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগ (১৯৯৬), সভাপতি, ২নং আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগ (১৯৯৯-২০০৪), সাধারণ সম্পাদক, ২নং আশিকাটি ইউনিয়ন যুবলীগ (২০০৪-২০১১), শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, ২নং আশিকাটি ইউনিয়ন আওয়ামীলীগ (২০১২-২০১৯), সাংগঠনিক সম্পাদক, ২নং আশিকাটি ইউনিয়ন আওয়ামীলীগ (২০২০থেকে বর্তমান কমিটি)।

নয়ন মাস্টার পারিবারিকভাবেও আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি বলেন, আমরা দুই ভাই, দুই বোনসহ পরিবারের সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি অনুগত এবং বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ট কর্মী ও সমর্থক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়