শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজে স্নাতক সম্মান ১ম বর্ষের অনলাইন ক্লাস শুরু

চাঁদপুর সরকারি কলেজে স্নাতক সম্মান ১ম বর্ষের অনলাইন ক্লাস শুরু
অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর বুধবার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের সতেরটি বিভাগে একযোগে বেলা বারটার সময় স্নাতক (সম্মান) ১ম বর্ষের অনলাইন ক্লাসের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। এ সময় উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত ছিলেন। সতেরটি বিভাগ কলেজের এবং নিজ নিজ বিভাগের পরিচিতিসহ বিভিন্ন দিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।

প্রফেসর অসিত বরণ দাশ বলেন, আমরা চাঁদপুর সরকারি কলেজকে একটি ডিজিটাল কলেজ হিসেবে রূপান্তরের চেষ্টা করে যাচ্ছি। আমাদের লাইব্রেরিটাকে ই-লাইব্রেরি করার এবং বিভাগগুলোর সকল কাজ ডিজিটালি সম্পন্ন করার কাজ চলমান রয়েছে। তোমরা আমাদের এই কার্যক্রমে যুক্ত হয়ে সহযোগিতা করবে। চাঁদপুর সরকারি কলেজের অনার্স শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের এবং তোমাদের অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

শিক্ষার্থীরা তাদের জন্য এমন একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম করায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, নিজ নিজ বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান। রসায়ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী আফসানা মিয়াজী বলেন, আজকের ওরিয়েন্টেশন ক্লাস করে আমরা আনন্দিত। অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যার এবং রসায়ন বিভাগের স্যারদের অসংখ্য ধন্যবাদ এ ধরনের একটি সুন্দর আয়োজনের জন্য।

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এবং উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার চাঁদপুর সরকারি কলেজকে একটি ডিজিটাল কলেজে রূপান্তরের চলমান কার্যক্রমে চাঁদপুরবাসীর সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়