প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘দি বাংলাদেশ টুডে’ পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন। গত ৯ সেপ্টেম্বর ওই পত্রিকার সম্পাদক ও প্রকাশক জোবায়ের আলম তাঁর স্বাক্ষরিত পত্রিকার আইডি কার্ড মহিউদ্দিনের হাতে তুলে দেন। যার আইডি নং ৫২০। এছাড়া মোহাম্মদ মহিউদ্দিন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’ পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি ও চাঁদপুর জেলা সদর থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁদপুর কণ্ঠ’ পত্রিকার কচুয়া ব্যুরো ইনচার্জের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জনপ্রিয় ইংরেজি জাতীয় দৈনিক বাংলাদেশ টুডে পত্রিকার সাথে সম্পৃক্ত হতে পেরে গর্ববোধ করছি। এ দায়িত্ব আমার সাংবাদিকতা পেশাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। মহান এ সাংবাদিকতার পেশায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে তিনি তাঁর সকল শুভাকাক্সক্ষী এবং কচুয়াবাসীর নিকট সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।