প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সদর উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান।
১৫ সেপ্টেম্বর বুধবার সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটির দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশনে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে সম্মেলনের এ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ এমরান হোসেন মিয়া এ কমিটি ঘোষণা করেন।