প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা এবং আয়রন ফলিক এসিড ট্যাবলেট গ্রহণের মাধ্যমে মাতৃত্বকালীন পুষ্টি নিশ্চিতকরণের কর্মসূচি বিষয়ক রিভিও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর সকাল এগারোটায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। নিউট্রিশন ইন্টারন্যাশনাল আয়োজিত ও জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকার বাস্তবায়নে এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ।
অন্যান্যের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকার উপ-পরিচালক ডাঃ ইফতেখার আহমেদ তসলিম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ ইলিয়াছ হোসেন, নিউট্রিশন ইন্টারন্যাশনালের প্রজেক্ট অফিসার অমিত কুমার মালাকার।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইছা রুহুল্লার পরিচালনায় উন্মুক্ত আলোচনা করেন চাঁদপুর সদর উপজেলা মা ও শিশু স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ এমএ গফুর মিঞা, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ তা ম বোরহান উদ্দিন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
কর্মশালার শুরুতে বিষয়ভিত্তিক তথ্যচিত্র উপস্থাপন করেন তনিমা রশিদ। কর্মশালায় জেলার সকল উপজেলার ৪৪ জন এমওডিসি, ভিএফপিও অংশগ্রহণ করেন।