প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
জাগো হিন্দু পরিষদ মতলব উত্তর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার ১৪ সেপ্টেম্বর বিকেলে আলোচনার মধ্যমে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সচিব হৃদয়জিৎ জয়জিত, জেলা শাখার সদস্য অভিজিৎ পোদ্দার, মতলব দক্ষিণ শখার আহ্বায়ক সজল ঘোষ, যুগ্ম আহ্বায়ক মহাদেব ঘোষ, সদস্য বিষ্ণু ঘোষ, চাঁদপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব মনোজ চক্রবর্তী, চাঁদপুর জেলা ব্রাহ্মণ সংঘের সাংগঠনিক সম্পাদক বলরাম গোস্বামী, মতলব দক্ষিণ উপজেলা পৌর কমিটির সদস্য সচিব জয় ঘোষ, মতলব উত্তর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র ভৌমিক প্রমুখ। আলোচনা সভা শেষে সকলের সম্মতিক্রমে ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটি হচ্ছে-আহ্বায়ক প্রভাত চন্দ্র ভৌমিক, যুগ্ম আহ্বায়ক বলরাম গোস্বামী, সুমন চন্দ্র দাস, রতন সরকার, সুব্রত মজুমদার ও সদস্য সচিব হৃদয় চন্দ্র রায়। সদস্যরা হলেন তপন চন্দ্র দাস, সুজন চক্রবর্তী, রাজিব চন্দ্র রায়, কৃষ্ণ কমল চক্রবর্তী, সোহাগ চন্দ্র বারই, মোহন গাঙ্গুলী, সুশান্ত মজুমদার, অংকু চন্দ্র শীল, সাগর চন্দ্র দাস, বিমল চন্দ্র দাস, নিরঞ্জন চন্দ্র রায়, টুটুল চন্দ্র শীল ও যুগল মজুমদার।