শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

এ কেমন শত্রুতা?
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার চৌধুরী বাড়িতে মোতালেব চৌধুরীর মেজো ছেলে ফয়সাল চৌধুরীর সাথে সম্পত্তিগত এবং বাবা অটো রাইস মিল পরিচালনা নিয়ে অপর তিন ভাইয়ের দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘদিন। সেই দ্বন্দ্বের জের ধরে ফয়সাল চৌধুরীর কলেজপড়ুয়া ছেলে ওই বাড়ির বাগানের প্রায় দেড়শ ফলদ এবং ফুল গাছ কেটে তছনছ করেছে বলে অভিযোগ করেছেন চাচা রাশেদ চৌধুরী। ঘটনাটি ঘটেছে ১৫ সেপ্টেম্বর সকালে। সরজমিনে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাগান দেখা গেছে।

রাশেদ চৌধুরী জানান, ফয়সাল চৌধুরীর সন্ত্রাসী ছেলে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। বাপের ইন্ধনে ভাতিজা তার বড় জেঠাকে মারতে পর্যন্ত তেড়ে যায়। আমাদের লাগানো গাছগুলো কেটে বাগান তছনছ করা হয়েছে। ঘটনাটি পুরাণবাজার ফাাঁড়িকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে ফয়সাল চৌধুরী বলেন, বাড়ির ছাদে তার ছেলে ছাদ বাগান করেছে। সেগুলো সরিয়ে ফেলতে বলায়

রাগ-ক্ষোভ থেকে তার ছেলে গাছ কেটেছে বলে তিনি স্বীকার করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়