প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দফতর ও বেলতলি ফাঁড়ির নৌ-পুলিশের উদ্যোগে ধনাগোদা নদীতে অবৈধ জালের বিরুদ্ধে এক যৌথ অভিযান পরিচালিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার অভিযান পরিচালনা করে তিন লক্ষাধিক টাকার চায়না রিং চাঁই জাল জব্দ ও জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের নেতৃত্বে অভিযান চলাকালে ধনাগোদা নদী থেকে ৫০টি চায়না রিং চাঁই জাল জব্দ করা হয়। যার মূল্য তিন লক্ষাধিক টাকা। জব্দকৃত অবৈধ জাল ও চায়না রিং চাঁই জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, সরকারের নিষেধাজ্ঞা আছে এমন জাল ব্যবহার করে মাছ ধরা যাবে না। তারপরও জেলেরা সেই অবৈধ জাল ব্যবহার করে বিভিন্ন জাতের মাছ ও মাছের পোনা নষ্ট করছে। সরকারি নিয়ম না মেনে কোনো জেলে মাছ ধরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।